শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
satrodol
satrodol

বরিশাল মহানগর ছাত্রদল নেতা ও পুলিশ সদস্য চাঁদাবাজি করতে গিয়ে আটক

বাংলাদেশ বাণী ডেস্ক॥

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় একটি জুয়ার আসরে ডিবি পুলিশ পরিচয়ে হানা দেওয়ার অভিযোগে দুজনকে আটক করে জনতা তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। রবিবার রাতে ঘটনাটি ঘটে। আটক দুই ব্যক্তি হলেন বরিশালের কাজিরহাট থানার এসআই রেদোয়ান ও মহানগর ছাত্রদলের সহ-সভাপতি রাসেল আকন। তাদের কাছ থেকে হ্যান্ডকাফও উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাতে মাধবপাশ ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় কিছু যুবক তাস খেলে জুয়া খেলছিলেন। এ সময় তিনজন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে তাদের ওপর হানা দেন এবং পাঁচজনের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন নিয়ে চলে যান। সন্দেহ হওয়ায় স্থানীয়রা বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসিকে কল করেন, যেখান থেকে জানানো হয় যে কোনো পুলিশ অভিযানে অংশ নেয়নি। তখন এলাকাবাসী দুজনকে আটক করে গণধোলাই দেয় এবং পরে এয়ারপোর্ট থানার পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। এ সময় তাদের সাথে থাকা এক অপর ব্যক্তি পালিয়ে যায়।

বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদার বলেন, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের মামলা করার জন্য বলা হয়েছে। মামলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল মহানগরের উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা সকালে বলেন, তিনি ঘটনাটি শুনেছেন এবং থানার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

এদিকে, বরিশালের কাজিরহাট থানার ওসি মো. মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক এসআই রেদোয়ান বর্তমানে এয়ারপোর্ট থানার পুলিশের হেফাজতে রয়েছেন।

আরো পড়ুন

Arest

মেহেন্দিগঞ্জের ‘কিলার সন্ত্রাসী লিটন’ গ্রেফতার

বাংলাদেশ বাণী ডেস্ক॥ পুলিশ হেডকোয়ার্টার্স ও ডিএমপি হেডকোয়ার্টার্সের তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ, ১৪টি মামলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *