নিজস্ব প্রতিবেদক॥
শতভাগ জনমুখী পুলিশ বাহিনী গড়ে তুলতে কাজ করছেন বলে জানিয়েছেন বরিশালের নতুন পুলিশ সুপার (এসপি) মো. শরীফ উদ্দীন।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান তিনি।
এর আগে রবিবার তিনি বরিশাল জেলা পুলিশ সুপার পদে যোগ দেন।
পুলিশ সুপার শরিফ উদ্দীন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিকের মধ্যকার সুসম্পর্ক যত ঘনিষ্ট হবে অপরাধ তত নিয়ন্ত্রণ হবে। পুলিশ সমাজের প্রতিনিধিত্ব করে, জনসাধারণ সবাই ভালো হয়ে গেলে পুলিশের আর দরকার হবে না। শতভাগ জনমুখী পুলিশবাহিনী গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম গুলি ছুড়েছিল পুলিশ বাহিনী। করোনাকালেও অন্যান্য বাহিনীর চেয়ে পুলিশ বাহিনীর সদস্যরা বেশি মারা গেছেন। আমরা মানবিক পুলিশ। তা না হলে করোনাকালে যখন সন্তান বাবার কাছে যায়নি, তখনও পুলিশ বাহিনী জনসাধারণের দরজায় গিয়ে সেবা দিয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।