শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
Arest
Arest

মেহেন্দিগঞ্জের ‘কিলার সন্ত্রাসী লিটন’ গ্রেফতার

বাংলাদেশ বাণী ডেস্ক॥

পুলিশ হেডকোয়ার্টার্স ও ডিএমপি হেডকোয়ার্টার্সের তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ, ১৪টি মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তার নাম মো. লিটন হাওলাদার (৪২) ওরফে কিলার লিটন। তার বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জের বাজিত খাঁ গ্রামে। তিনি হাজারীবাগের বাড়ৈখালী এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

তিনি জানান, ২৫ ডিসেম্বর দিনগত রাতে রাজধানীর হাজারীবাগের বাড়ৈখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করে হাজারীবাগ থানা পুলিশ। লিটন পুলিশ হেডকোয়ার্টার্স ও ডিএমপি হেডকোয়ার্টার্সের তালিকাভুক্ত কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ। তার নামে ডিএমপির হাজারীবাগ থানায় মাদক, চাঁদাবাজি, ছিনতাই মারপিটসহ ১৪টি মামলা রয়েছে।

ডিসি তালেবুর রহমান আরও জানান, তাকে দীর্ঘদিন ধরে থানা পুলিশ, ডিবি ও র‍্যাব গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছিল। অবশেষে বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে বাড়ৈখালী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ।

তার নাম মো. লিটন হাওলাদার হলেও চাঁদাবাজি, মারামারি, মারপিট, ছিনতাই ও মাদক কারবারির জন্য এলাকাবাসীর কাছে তিনি কিলার লিটন হিসেবে পরিচিত ছিল বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

আরো পড়ুন

খালেদা জিয়ার ত্যাগকে যারা অস্বীকার করে তাদের জনগণ ভোট দেবে না- রহমাতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক খালেদা জিয়ার ত্যাগকে যারা অস্বীকার করে, জনগণ কখনোই তাদের ভোট দেবে না বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *