মঙ্গলবার, মে ১৩, ২০২৫
Aonjona
Aonjona

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অভিনেত্রী অঞ্জনা

বাংলাদেশ বাণী ডেস্ক॥

অভিনেত্রী ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান এক সপ্তাহ ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার রাতের দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় এবং লাইফ সাপোর্টে নেওয়া হয়।

অঞ্জনার ছেলে নিশাত রহমান মনি গণমাধ্যমকে মায়ের চিকিৎসার বিষয়টি নিশ্চিত করেছেন এবং তার সুস্থতার জন্য সকলের দোয়া চেয়েছেন।

জানা গেছে, হাসপাতালে ভর্তি হওয়ার আগে অঞ্জনা টানা ১৫ দিন ধরে জ্বরে ভুগছিলেন, তবে ওষুধে উপকার না হওয়ায় পরবর্তীতে তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। এরপর চিকিৎসকের পরামর্শে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি রয়েছে অঞ্জনা রহমানের। তিনি নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সবচেয়ে বেশি যৌথ প্রযোজনা ও বিদেশী সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত তিন শতাধিক সিনেমা রয়েছে এবং তিনি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।

আরো পড়ুন

গাজায় ইসরাইলী গণহত্যার বিরুদ্ধে রাবিতে প্রতিবাদী কবিতা পাঠ

নিজস্ব প্রতিবেদক ।। ‘ফিলিস্তিনে জ¦লছে আগুন, জ¦লছে আগুন বক্ষে/ বিশ্ববাসী দাঁড়াও রুখে, মানবতার পক্ষে; এই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *