শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বরিশাল-২ আসনে বিএনপির মনোনয়ন চান টিপু

বরিশাল অফিস।।

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) সংসদীয় আসনে যদি বিএনপি তাকে মনোনয়ন দেয়, তবে তিনি জনগণের প্রত্যাশা পূরণের পাশাপাশি এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন করবেন। সেই সঙ্গে চলমান গণঅভ্যুত্থানের ধারা অব্যাহত রেখে উজিরপুর ও বানারীপাড়ার উন্নয়নে কাজ করে যাবেন।

রোববার দুপুরে বরিশালের একটি রেস্তোরাঁয় বরিশাল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার নিকুঞ্জ বালা পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় টিপু আরও বলেন, তিনি দীর্ঘ ৩৭বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। দলের দুঃসময়ে ফেসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এ কারণে তাকে সাতবার গ্রেফতার হতে হয়েছে এবং অসংখ্য মামলার আসামি হয়েছেন। কিন্তু কখনো তিনি আপস করেননি।

তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল তাকে বরিশাল-২ আসন থেকে মনোনয়ন দিলে বিপুল ভোটে বিজয়ী হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন হাসানের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ও সমকালের ব্যুরো চিফ সুমন চৌধুরী, নয়া দিগন্তের বরিশাল ব্যুরো চিফ আযাদ আলাউদ্দীন, সিনিয়র সাংবাদিক মো. জাকির হোসেন, সংগঠনের সহ-সভাপতি এম. জহির, মো. সালাউদ্দিন, খোকন আহমেদ হীরা, এম মিরাজ হোসাইন, অপূর্ব অপু, এনায়েত হোসেন, সাইদ পান্থ এবং পারভেজ রাসেল, মোঃ আরিফুর রহমান প্রমুখ।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *