মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫

বরিশালে অসহায় ছাত্রদের মাঝে কম্বল বিতরন করেছে লাভ ফর ফ্রেন্ডস 

নিজস্ব প্রতিনিধি‍॥
বরিশালে ইয়াতিম ও অসহায়  শিক্ষার্থীদের মাঝে  শীতবস্ত্র হিসেবে কম্বল সহায়তা দিয়েছে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন।
“এসো দূর করি শীতার্ত মানুষের কষ্টের কালো রাত,তাদের প্রতি রাখি সহানুভূতির আপন হাত” এই স্লোগানকে কেন্দ্র করে শনিবার ৪ঠা জানুয়ারি  বিকেল ৫ ঘটিকায় নগরীর ২৬ নং ওয়ার্ডে উত্তর হরিনাফুলিয়া মিয়া বাড়ী সুফিয়া মাদরাসা প্রাঙ্গণে এই কম্বল বিতরণ করে সংগঠনের সদস্যরা।এর পূর্বে ১৪ ই ডিসেম্বর  সংগঠনটি অসহায় সুবিধাবঞ্চিত মানুষের  মাঝেও শীতবস্ত্র বিতরণ করেছে।
উক্ত কার্যক্রমে সংগঠনের প্রতিষ্ঠাতা  পারভেজ সিকদার,শাহেদ বিল্লা যুগ্ন সাধারন সম্পাদক,সক্রিয় সদস্য শাহাদাত রনি,ইব্রাহিম রনি,আশিকুর রহমান,রুবেল উপস্থিত ছিলো।
উক্ত কার্যক্রম সম্পর্কে  প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার  বলেন, ২০১৭ সাল থেকে এই সংগঠন এর মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারছি, সত্যিই খুব ভাল লাগছে। একার পক্ষে কখনোই সম্ভব হতোনা, এতো মানুষের মুখে হাসি ফুটাতে।যারা অর্থ ও শ্রম দিয়ে সার্বিকভাবে সহায়তা প্রদান করেছেন সবাইকে ধন্যবাদ।

আরো পড়ুন

Monpura

মনপুরায় অবৈধ উপায়ে ট্যাংরা মাছ বিক্রি, জব্দ করেছে মৎস বিভাগ

মনপুরা প্রতিনিধি ‍॥ ভোলার মনপুরায় বাজারে বিক্রির সময় মেঘনা নদী থেকে অবৈধ উপায়ে ধরা এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *