শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫
Kalapara
Kalapara

কলাপাড়ার শিক্ষার্থী নূরানী মাদ্রাসা বোর্ডে ২৩ তম স্থান অর্জন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া‍॥

নূরানী মাদ্রাসার বোর্ড পরীক্ষার ৩য় শ্রেণীতে ২৩ নম্বর স্থান অর্জন করেছে কলাপাড়া ওসমানীয়া নূরানী কিন্ডারগার্টেন মডেল মাদ্রাসার ছাত্র হাফিজুর রহমান কায়েস।

সারা দেশব্যাপী নূরাণী তালীমুল কুরআন চট্টগ্রাম বোর্ড পরীক্ষায় এ বছর মোট ৭ লক্ষ ২৭ হাজার ৭’শ ১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন। এ মাদ্রাসা থেকে মোট ৪ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহন করেন। এদের মধ্যে হাফিজুর ২৩ নম্বর স্থানসহ ৩ জন এ প্লাস ও অপরজন এ গ্রেড অর্জন করেছে। এ উপলক্ষে রবিবার (৫ জানুয়ারী) সকাল ১১ টায় কলাপাড়া পৌর শহরের শান্তিবাগ অবস্থিত মাদ্রাসার হল রুমে সংবর্ধনা, সবক
প্রদান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে অবস্থিত ছিলেন কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মুফতী মো. সাইদুর রহমান। এতে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আ: খালেক হাওলাদার। স্বাগত বক্তব্য রাখেন কলাপাড়া ওসমানীয়া নূরাণী কিন্ডারগার্টেন মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ ক্বারী মাওলানা আব্দুল মুমিন (চাপলী)। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাও. মো. আল-আমিন, মাও. মো. অলিউল্লাহ, মুফতী ইয়ামিন, মাও আবু হানিফ, মুফতী নুরুল ইসলাম নূর, মুফতী আ: আজীজ তাজ, হাফেজ মো. আমিরুল ইসলাম, হাফেজ মো. আসাদুল্লাহ রিমন ও মাও. আ: হালিম। এসময় অত্র মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গনমাধ্যমকর্মীরাসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ, কোরআনের সবক ও বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

আরো পড়ুন

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বোরহানউদ্দিনে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ মিছিল

রিয়াজ ফরাজি ।। ফিলিস্তিনে গনহত্যা ও হামলার প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিনে সর্বস্তরের জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *