শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
shibir
shibir

চরফ্যাশন সরকারি কলেজে শিবিরের শীতবস্ত্র বিতরণ

চরফ্যাশন প্রতিনিধি॥

ভোলার ঐতিহ্যবাহী চরফ্যাশন সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গতকাল ৮ জানুয়ারি (বুধবার) সকালে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের নেতা এডভোকেট এনামুল হক রায়হান।

বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন সরকারি কলেজের রাস্ট্রবিজ্ঞানের প্রভাষক মিজানুর রহমান ও ইসলামী ছাত্রশিবির চরফ্যাশন পৌরসভার সভাপতি কামরুল হাসান প্রমুখ।

প্রধান অতিথি অ্যডভোকেট এনামুল হক রায়হান বলেন, তীব্র শৈত্যপ্রবাহে মানুষ দিনের পর দিন তীব্র কষ্টে জীবন যাপন করছেন। সাধারণ ছাত্ররা হোস্টেলে থেকে কষ্ট করে পড়াশোনা করেন। ইসলামী সমাজ বিনির্মাণে সকল মানুষের অধিকার রক্ষায় কাজ করছে ইসলামী ছাত্রশিবির। ছাত্রশিবিরকে ধন্যবাদ জানিয়ে তাদের এই সুন্দর আয়োজন দেশ ও জাতির স্বার্থে অনেক কাজে লাগবে বলে আশা করেন মিজানুর রহমান।

সরকারি কলেজ হলরুমে আয়োজিত এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেক সাধারণ শিক্ষার্থীরা।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *