আমতলী প্রতিনিধি
বরগুনার আমতলীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক ও অপরাধ দমনে পরিচালিত ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের অংশ হিসেবে আ. লীগের সহযোগী সংগঠনের ২ নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) অভিযান চালিয়ে তাদের উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেন আমতলী থানা পুলিশ।
‘ডেভিল হান্ট ফেজ-২’ গ্রেপ্তারকৃতরা হলেন- নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা শাখার গুলিশাখালি ইউনিয়নের সভাপতি মো. মাসুদুর রহমান শুভ (২৮) ও আঠারোগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. নেওয়াজ গাজী (২২)।
পুলিশ জানায়, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রলীগের ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানায়, আমতলী থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।