বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
bm
bm

বিএম কলেজের ৪ শিক্ষার্থীকে পুলিশে দিলো সেনাবাহিনী

বাংলাদেশ বাণী ডেস্ক॥

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের চার শিক্ষার্থীকে আটক করে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় কলেজ ক্যাম্পাস থেকে তাদের আটক করা হয়

জানা গেছে, সরকারি ব্রজমোহন কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় চার শিক্ষার্থী উদ্ভট আচরণ করছিলেন। বিষয়টি স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীকে জানালে তারা ঘটনাস্থল থেকে ওই চারজনকে আটক করে। এরপর আটককৃতদের সেনাবাহিনী কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করে।

খবর পেয়ে কোতোয়ালি থানায় হাজির হন ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা। তারা জানান, কলেজ ক্যাম্পাসের পাশের শেরে-বাংলা স্কুল নিয়ে একটু ঝামেলা ছিল। সেই ঘটনায় ওরা আটক হতে পারে বলেও জানান তারা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, উদ্ভট আচরণের কারণে ব্রজমোহন কলেজের চার শিক্ষার্থীকে আটক করে থানায় দিয়েছিল সেনাবাহিনী। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

আরো পড়ুন

gournadi

তারুন্যের উৎসব উপলক্ষে টরকী গালর্স স্কুলে লোকজ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

গৌরনদী প্রতিনিধি‍॥ তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে গৌরনদী উপজেলার টরকী গার্লস স্কুলের উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপি বিদ্যালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *