বাংলাদেশ বাণী ডেস্ক॥
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মো. আবুল খায়ের বলেছেন, দেশের মানুষ এখন আর জোট মহাজোটের ক্ষমতা আর দেখতে চায় না; দেশকে বিশ্বের দরবারে আর লজ্জিত করতে চায় না। খুন, গুম, মাস্তান, দখলদার, লুটতরাজদের আর দেখতে চায় না।
এদেশের জনগণ এখন চায় ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে, ক্ষমতায় বসাতে। সবার স্বপ্ন এখন ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে বরিশালের মেহেন্দিগঞ্জের একতাবাজার মসজিদ মাঠে চানপুর ইউনিয়নের গণসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, ইসলাম দেশ, মানবতার এবং একটি কল্যাণ রাষ্ট প্রতিষ্টার জন্য বদ্ধ পরিকর ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামী জাতীয় নির্বাচন সংখ্যানুপাতিক তথা পিআর পদ্ধতির মাধ্যমে দিতে হবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার আওতাধীন চানপুর ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব সালাহউদ্দিন বিশ্বাস এর সভাপতিত্বে সেক্রেটারি মুহা. শাহাদাত হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাও. মো. সিরাজুল ইসলাম, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার গাজী জাহাঙ্গীর হোসেন, সাবেক সভাপতি আলহাজ্ব সুলতান আহম্মেদ বেপারী,উপজেলা সেক্রেটারি মাও. আসাদুল্লাহ আল গালীব, জয়েন্ট সেক্রেটারি মাও. সাইফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মাও. ইমরান হুসাইন।
আরও বক্তব্য রাখেন ইউনিয়ন ইসলামী শ্রমিক আন্দোলন সভাপতি ডা. মুনসুর আহম্মেদ, ইসলামী যুব আন্দোলন সভাপতি আজাদ পাটোয়ারী,ইসলামী ছাত্র আন্দোলন সভাপতি হাফেজ মো. শাকিল হোসেনসহ স্থানীয় নেতারা।