বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ 

মো. মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া গ্রাজুয়েট ক্লাব’র উদ্যোগ  উদ্যোগে  শুক্রবার পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে,  কুয়াকাটা, মহিপুর,  ধুলাস্বর,  হাজিপুর, এতিমখানা হাফিজি মাদ্রাসা, পাখিমারা বাজার বিভিন্ন এলাকায়  ঘুরে ঘুরে  ৫’শত  শীতার্ত দুস্থ প্রতিবন্ধী, অসহায় ও সুবিধাবঞ্চিত নারী পুরুষের   মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল পেয়ে নীলগঞ্জ ইউনিয়নের সোনা বানু বলেন, ‘অনেকদিন ধইরা  শীতে কষ্ট করেতেছি। মোগো নুন আনতে পান্তা ফুরায়। গরম  কাপড় কেনার কোন সাধ্য নাই। এখন আমি   কম্বল পাইছি শীতে কষ্ট  করা লাগবে না।  যারা এই কম্বল দেলেন  তাদের জন্য দোয়া করি, হেরা যেন এরকম মোগো  কম্বল দিতে পারে’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী,গ্রাজুয়েট ক্লাবের সমন্বয়ক মহিবুল্লাহ মহিব, সাইফুল্লাহ, অফ বিট কোচিং সেন্টারের পরিচালক নজরুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাজুয়েট ক্লাবের সদস্যবৃন্দ।
কম্বল বিতরণ কালে গ্রাজুয়েট ক্লাবের সমন্বয়ক মহিবুল্লাহ মহিব বলেন, প্রতিবছরের মতো এ বছরও আমরা অসহায় হতদরিদ্র ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছি। প্রায় ৫’শত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি। এছাড়া অনেক শিক্ষার্থীদের বই, স্কুল ব্যাগ, গৃহহীন মানুষেরও ঘর নির্মাণ ও বিশুদ্ধ পানির জন্য বিভিন্ন এলাকায় টিউবয়েলের স্থাপন করেছি।   আমাদের এই সহযোগিতা ভবিষ্যতে  অব্যাহত থাকবে।

আরো পড়ুন

gournadi

তারুন্যের উৎসব উপলক্ষে টরকী গালর্স স্কুলে লোকজ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

গৌরনদী প্রতিনিধি‍॥ তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে গৌরনদী উপজেলার টরকী গার্লস স্কুলের উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপি বিদ্যালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *