শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক।।

রাজধানী ঢাকার মারুফ ফাউন্ডেশন মিলনায়তনে সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের বিশেষ সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাবিদ ড. আব্দুল মান্নানের সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক পৃষ্ঠপোষক নুরুল ইসলাম বুলবুল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো. দেলাওয়ার হোসেন।

সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি যাকিউল হক জাকী সম্প্রতি ইন্তেকাল করায় সম্মেলনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন বিশিষ্ট বাচিক শিল্পী, নাট্য নির্মাতা ও মিডিয়া ব্যক্তিত্ব মাহবুব মুকুল। পরে নির্বাহী সদস্যদের মতামতের ভিত্তিতে সেক্রেটারি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট লেখক, গবেষক ও ব্যাংকার আল্লামা ইকবাল। এছাড়া দুটি কার্যনির্বাহী সদস্য পদ শূণ্য হওয়ায় সদস্যদের ভোটে সাইমুম শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক আব্দুল্লাহ আল নোমান ও উচ্চারণ শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক আব্দুর রউফ কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন।

নির্বাচিত সভাপতি মাহবুব মুকুল ইতিপূর্বে সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, নাট্য ও চলচ্চিত্র বিভাগের পরিচালক, নাট্য জোনের সভাপতি, বগুড়ার সমন্বয় সাংস্কৃতিক সংসদের পরিচালক, বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্র, শিশু কিশোর ফাউন্ডেশন, দিগন্ত টেলিভিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে প্যানভিশন টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

সেক্রেটারি আল্লামা ইকবাল কাজী নজরুল ইসলাম সংসদের সভাপতি, সংস্কৃতি বিভাগের পরিচালক, এসএসকের সহকারী সেক্রেটারি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবাহ সাহিত্য সাংস্কৃতিক সংসদের দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

প্রধান অতিথি নুরুল ইসলাম বুলবুল বলেন, সত্য সুন্দর সুস্থ শুদ্ধ সাংস্কৃতিক বিপ্লবের জন্য যাকিউল হক জাকী যেভাবে আত্মনিয়োগ করেছিলেন, সেভাবে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের মধ্য দিয়ে একটি আলোকিত সমাজ বিনির্মাণ করতে হবে।

আরো পড়ুন

‎গৌরনদীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় নিহত-১

সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।। ‎বরিশাল–ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদের খালপার এলাকায় দ্রুতগামী অজ্ঞাত পরিবহনের ধাক্কায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *