আ: রহিম কাঠালিয়া ॥ ঝালকাঠির কাঠালিয়ায় প্রাথমিক শিক্ষকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ জানুয়ারী শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল প্রধান অতিথি ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন-“শিক্ষকরা কোনো রাজনৈতিক দলের ব্যক্তি না, তারা দলমতের ঊর্ধ্বে থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন। ছাত্র-ছাত্রীরা ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করার জন্য যখন রাজপথে নেমে এসেছিলেন, তখন শিক্ষকরা তাদের সন্তানদে পাশে দাড়িয়ে ছিলেন। দেশে একটি মাত্র পেশা, যে পেশায় অন্যের সন্তানের সাফল্য থেকে শিক্ষক গর্বিত হয়”।
মতবিনিময় সভায় উপজেলার ১৩২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।প্রধন শিক্ষক মোঃ হুমায়ুন কবির শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জালালুর রহমান আকন, সাধারন সম্পাদক আখতার হোসেন নিজাম মিরবহর, সাংগঠনিক সম্পাদক আলিমুল ইসলাম মুন্সী, ঝালকাঠি জেলা শিক্ষক সমিতির আহবায়ক এ্যাডভোকেট মোঃ জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুবদল উপজেলা শাখার সদস্য সচিব মোঃ জয়নাল আবেদী এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ লিয়াকত ইসলাম, মোঃ রিয়াজুল ইসলাম, মোঃ মিরাজুল ইসলাম, ইমরোজ জাহান, মোসাঃ খাদিজা ইয়াসমিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ কবির হোসেন।