ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন রানা (৫৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হওয়ার সময় জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি তাঁকে আটক করে। আফজাল হোসেন সেখানে তার নিজের আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন করার জন্য গিয়েছিলেন। প্রাথমিকভাবে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
একই দিন দুপুরে দিকে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে ডিবি। আফজাল হোসেন রানাকে একটি বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে প্রেরণ করা হয়। পরবর্তীতে আদালতের বিচারক আফজাল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আফজাল হোসেনকে দুই মেয়াদে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো: তৌহিদুজ্জামান বলেন, পৌরসভার সাবেক মেয়র আফজাল হোসেন রানাকে একটি বিস্ফোরক আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, পরবর্তীতে আদালতের নির্দেশে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।