শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
excident
excident

বিএম কলেজ সংলগ্ন সড়কে শিশু নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরীর ব্রজমোহন (বিএম) কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় ১০ বছরের শিশু জান্নাত নিহত হয়েছে। বুধবার দুপুরে বিএম কলেজ সড়কে এই দুর্ঘটনা ঘটে। বরিশাল নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাস্তা পার হওয়ার সময় হলুদ অটোরিক্সা উলটে চাপা পড়ে ওই শিশু নিহত হয়েছে। এই ঘটনার পর জড়িত চালকের গ্রেফতার দাবিতে চার ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিএম কলেজ শিক্ষার্থীরা। এতে দুই পাশে যানবাহন আটকে জনদুর্ভোগ হয়। এসময় শিক্ষার্থীরা নিরাপদ সড়ক নিশ্চিতে ছয় দফা দাবি উত্থাপন করেন। দাবি মেনে না নেয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান বিএম কলেজ শিক্ষার্থী শাহাবুদ্দিন মিয়া।

নিহত জান্নাত পটুয়াখালী সদরের বাসিন্দা মো. নিজামের মেয়ে। তিনি বরিশাল নগরীতে বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। শিক্ষার্থীদের ছয় দফা হলো- ২৪ ঘণ্টার মধ্যে জড়িত চালককে গ্রেফতার, ক্যাম্পাসের সামনের ফুটপাত দখল মুক্ত করা, কলেজ চলাকালীন সময়ে সামনের সড়ক বাদ দিয়ে বিকল্প সড়ক চালু করতে হবে। নতুন বাজার থেকে নথুল্লাবাদ পর্যন্ত সড়কের গতিসীমা নির্ধারণ, নির্দিষ্ট দূরত্ব পরপর স্পীডব্রেকার ও রোড ডিভাইডার দিতে হবে। কলেজের সামনের ফুটপাতে দোকান বসিয়ে চাঁদাবাজি বন্ধ করতে হবে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, জান্নাত তার আরও একজন শিশুকে নিয়ে দোকান থেকে চিপস কিনে রাস্তা পার হচ্ছিল। তখন দ্রুত গতির একটি অটোরিক্সা নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনা ঘটে।

বরিশাল নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, কলেজের সামনের কলেজিয়েট স্কুল সংলগ্ন বিএম কলেজ সড়ক পার হচ্ছিল ওই শিশু। তখন সড়ক দুর্ঘটনা ঘটলে অটোরিক্সা উলটে ওই শিশুর শরীরে পরে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, অভিযুক্ত অটোরিক্সা চালককে আটকে পুলিশের অভিযান চলছে।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *