নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরিশালে প্রচার দলের দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বরিশাল নগরীর পলাশপুর রহমানিয়া দীনিয়া মাদ্রাসা কক্ষে বরিশাল শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের আয়োজনে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজন করেন বরিশাল শাখার জাতীয়তাবাদী প্রচার দল নেতা মোহাম্মদ আমিনুল ইসলাম শাহীন, ও মনির হোসেন এবং মোহাম্মদ রাসেল হোসেন এর নেতৃত্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন, রহমানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মোঃ ফিরোজী সাহেব।
এ দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের মুক্তির আন্দোলনের প্রতীক। তার সুস্থতা শুধু দলের নয়, গণতন্ত্রকামী সকল মানুষের জন্য আশার আলো। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করি।
তারা আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তার সুস্থতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অত্যন্ত প্রয়োজন। এছাড়াও দোয়া মোনাজাতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।