নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরী লুৎফর রহমান দাখিল ক্যাডেট মাদ্রাসা বার্ষিক ক্রিয়া সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ এর প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ নুরুল হক বলেন, ৫২ ভাষা আন্দোলন ৭১’র মুক্তিযোদ্ধা, ২৪ শের গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারীদের জন্য আমাদের শ্রদ্ধা এবং দোয়া।
২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের ছাত্রদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার নতুন সূর্যোদয়ের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। বাংলাদেশ থেকে চিরতরে বৈষম্য দূর করার জন্য গণঅভ্যুত্থানে আমাদের হাজার হাজার ছাত্ররা প্রাণ দিয়েছে পঙ্গুত্ববরণ করেছে এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে যার বিনিময়ে ফ্যাসিস্ট পতিত সরকারের পতন হয়েছে। আমরা ভবিষ্যতের বাংলাদেশকে আর কোনো বৈষম্য রাখতে চাই না।
তিনি আরো বলেন বিগত সময় গুলোতে মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করার জন্য এমন কোন ষড়যন্ত্র নেই যা তারা করেনি এমনকি ইবতেদায়ী মাদ্রাসা বন্ধ করে দিয়েছে বিভিন্ন মাদ্রাসার জঙ্গি সৃষ্টি করার পায়তারা করেছে। আজ সময় এসেছে আমাদেরকে সজাগ থাকতে হবে।
১৫ই ফেব্রুয়ারি ২০২৫ শনিবার সকাল ৯ টায় ২২ তম বার্ষিক ক্রিয়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক অধ্যক্ষ পিরোজপুর সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর এ কে এম সুলতান
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ ড. মাওলানা মোঃ শাজাহান মাদানী সাবেক চাখার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রব দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃশাহিন মাহমুদ ইসলামী ফাউন্ডেশন এর সাবেক পরিচালক আলহাজ্ব মাওলানা এ কে এম ফজলুর রহমান বরিশাল সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহমুদুল হাসান সহ ছাত্র-ছাত্রী অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।