বাবুগঞ্জ প্রতিনিধি: বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সংশ্লিষ্ট বিষয়ের উপর একটি ভিডিও প্রদর্শনীও অনুষ্ঠিত হয়।
১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদের হলরুমে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সুমন সিকদারের সভাপত্বিতে উপস্থিত ছিলেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা সমন্বয়কারী কমল ব্যানার্জী। আরো উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য, শিক্ষক, ইমাম, পুরোহিত, সমাজ সেবক, গন্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন গ্রাম আদালত এর বাবুগঞ্জ উপজেলা সমন্বয়কারী মোঃ পারভেজ, জেলা সমন্বয়কারী কমল ব্যানার্জী।
সভার সভাপতি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বলেন, গ্রাম আদালত এটি সরকারের আইনী আদালত স্থানীয় পর্যায়ে ছোট খাটো বিরোধ এই আদালতের মাধ্যমে আমরা নিষ্পত্তি করে থাকি। তাই ছোট খাটো বিরোধ গুলো যাতে গ্রাম আদালতে চলে আসে, তাই সমাজের সকল শ্রেণির মানুষ যাতে গ্রাম আদালত সম্পর্কে জানতে পারে বিভিন্ন সভা সেমিনারে গ্রাম আদালত নিয়ে আলোচনার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এছাড়াও আলোচনা সভায় গ্রাম আদালতের আইন বিধি ও বিচারিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।