রবিবার, মার্চ ১৬, ২০২৫

বরিশ‍ালে ধর্ষকের বিচারের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

বাংলাদেশ বাণী ডেস্ক: সারাদেশে সম্প্রতি একের পর এক ধর্ষণের ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধে উত্তাল হয়ে উঠেছে বরিশাল শহর। এ সময় ধর্ষকের বিচার ও শাস্তি নিশ্চিত এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবী করেন বিক্ষুব্ধরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় নগরীর চৌমাথায় বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেন সাধারন শিক্ষার্থীরা। এতে আটকে যায় অসংখ্য যানবাহন।

অপর দিকে একই কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১১ টায় নগরীর কেন্দ্রীয় শহিদ মিনার বেদীতে দিনব্যাপী অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন সাধারণ ছাত্র জনতা। ধর্ষণবিরোধী মঞ্চের আয়োজনে এখানে বৈষম্য বিরোধী ছাত্র সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

এসময় বক্তারা বলেন, দেশে যেন ধর্ষণের মচ্ছব চলছে, দেখার কেউ নেই। গেল ৪৮ ঘন্টায় ১৭ জন নারী এবং শিশু ধর্ষণের শিকার হয়েছে। এমনটা চলতে পারে না। তাই অনতিবিলম্বে ধর্ষকদের চিহ্নিত করে প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করতে হবে। এটা না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবী করেন তারা।

সড়ক অবরোধ করা বিক্ষোভকারীরা বলেন, গত কয়েকদিনে সারাদেশের বিভিন্ন স্থানে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে। ছিনতাই ডাকাতির ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এই অবস্থায় অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী জানান তারা। একইসাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় এবং অপরাধীদের গ্রেফতারে ব্যার্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবী করেন তারা।

এসময়ে উপস্থিত ছিলেন বরিশাল কলেজের শিক্ষার্থী জান্নাত নিপু, পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থী ফারজানা পায়েল, মডেল স্কুলর শিক্ষার্থী মাহবুবা ইসলাম ছোঁয়া, আলেকান্দা সরকারি কলেজের শিক্ষার্থী শারমিন জাহান রাহা, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী হাসিব ইসলাম, কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী নাহিদ ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের শিক্ষার্থী সোহান ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীবৃন্দ।

এছাড়াও একই দাবিতে সন্ধ্যায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে মশাল বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা শাখার আয়োজনে একটি মশাল মিছিল বের করা হবে।

আরো পড়ুন

মেহেন্দিগঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় ঐতিহ্য

এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ: মাটির তৈরি জিনিসপত্রের ব্যবহার শুরু হয়েছে প্রাচীনকাল থেকে। আমরা দৈনন্দিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *