চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম চর নুরুল আমিন লতিফিয়া আলিম মাদরাসার দুই শিক্ষকের কর্মজীবনের শেষ দিন উপলক্ষে বিদায় সংবর্ধনা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার সহকারী মৌলভী মাওলানা ফজলুল হক ও মাদরাসার ইবতেদায়ী বিভাগের প্রধান মাওলানা মোহাম্মদ সাদেকের কর্ম জীবনের গতকাল ছিল শেষ কর্ম দিবস। এ উপলক্ষে মাদরাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনাী আয়োজন করা হয়।
মাদরাসার ইংরেজি প্রভাষক নাজিমউদ্দীন সোহাগের সঞ্চালনায় মাদরাসা শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠানে বক্তব্য দেন বিদায়ী শিক্ষক ফজলুল হক ও মোহাম্মদ সাদেক। বক্তব্যে বিদায়ী শিক্ষকদ্বয় কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন, দীর্ঘ চল্লিশ বছর চাকরি জীবনে আপনাদের শ্রদ্ধা ভালবাসার পেয়েছি, তা স্মৃতিতে আমৃত্যু অমলিন থাকবে। দীর্ঘদিনের দায়িত্বপালনে হয়ত আপনাদের সাথে মনোমালিন্য হয়েছে । এসব বিষয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী দিনে যেন সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারি তার জন্য দোয়া করবেন।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসেনের সভাপতিত্বে বিদায়ী শিক্ষকদের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আবদুল্লাহ আল মামুন, সিনিয়র আরবি প্রভাষক মাওলানা জাহাঙ্গীর হোসাইন, আরবি প্রভাষক মাওলানা আবুল কালাম আযাদ, আরবি প্রভাষক জসিম উদ্দিন, আরবি প্রভাষক মাওলানা আবদুস সালিম, সিনিয়র সহকারী শিক্ষক সরোয়ার হোসেন, আবদুল আলী, গণিতের শিক্ষক তোহুরা খাতুন, বিজ্ঞান বিভাগের শিক্ষক মাহবুব আলম, গণিত বিষয়ের শিক্ষক শাহনেওয়াজ শামীম প্রমূখ।
মাদরাসার সিনিয়র সহকারী মৌলভী (আরবি) মাওলানা হারুন অর রশীদের পরিচালিত মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।