লালমোহন প্রতিনিধি: অস্ট্রিয়ার ভিয়েনা থেকে প্রকাশিত “ইউরো বাংলা টাইমস” এর এডিটর ইন চীফ বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান কে সংবর্ধনা দিয়েছে ভোলার লালমোহন ন্যাশনাল ডেইলি রিপোর্টার্স।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের ফুড প্লেস চাইনিজ রেস্তোরাঁয় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে গণমাধ্যমকর্মীদের সংগঠনটি।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে গত ২০ ফেব্রুয়ারি হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মাতৃভাষা পদকে ভূষিত হওয়ায় লালমোহনের কৃতি সন্তান মাহবুবুর রহমান কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান গণমাধ্যমকর্মীরা। পরে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন লালমোহন প্রেসক্লাবের আহ্বায়ক সোহেল আজিজ শাহীন।
ইউরো বাংলা টাইমস ভোলা জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম দুলালের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে দৈনিক ইনকিলাবের জহিরুল হক সেলিম, ইত্তেফাকের প্রতিনিধি এসবি মিলন, দৈনিক যুগান্তরের প্রতিনিধি জসিম জনি, দৈনিক বাংলাদেশ বানীর প্রতিনিধি আজিম উদ্দিন খান, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মাহবুবুর রহমান,যায়যায়দিনের প্রতিনিধি মিজানুর রহমান, প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি ইউসুফ আহমেদ, মানবজমিন পত্রিকার হাসান পিন্টুসহ উপজেলায় কর্মরত প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।