শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

লালমোহন ইসলামিক মডেল মাদরাসার সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা

আজিম উদ্দিন খান, লালমোহন

ভোলার লালমোহন উপজেলা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইসলামিক মডেল মাদরাসার সাবেক শিক্ষার্থীদের আয়োজনে ২৫ বছর পূর্তি উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক আব্দুজ জাহের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ। বিশেষ অতিথি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক সফিকুল হক মিয়া, ভাইস-চেয়ারম্যান সাইফুল্লাহ কামাল, ভাইস-চেয়ারম্যান মুহাদ্দিস আব্দুল হক, সাবেক ছাত্রনেতা নিজামুল হক নাঈম, যুগ্ম-সম্পাদক মাওলানা আব্দুল মালেক, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সদস্য হাকীম জামাল উদ্দিন, সাবেক পরিচালক কাজি শাহে আলম, রহমত উল্লাহ সেলিম বক্তব্য রাখেন।

এসময় সাবেক শিক্ষার্থীদের মাঝে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন ক্যাপ্টেন রায়হান, মুগধা মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান, গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থী জেরিন, বুয়েটের অধ্যয়নরত নাবিল প্রমুখ। মডেল মাদরাসায় অধ্যয়নরত দশম শ্রেণীর শিক্ষার্থী সামিয়া হককে কৃতি শিক্ষার্থী পুরুষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শরীফ মাহমুদ, বায়েজিদ ও জিনেদিন জিদান।

আরো পড়ুন

নির্দেশনা থাকলেও নেই বাস্তবায়ন, অবাধে চলছে জাটকা নিধন ও পাচার

রিয়াজ ফরাজী, বোরহানউদ্দিন  বোরহানউদ্দিন উপজেলার মেঘনা ও তেতুলিয়া নদীতে চলছে সরকার ঘোষিত জাটকা সংরক্ষণ অভিযান। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *