বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
BU
BU

ববির দুই হল ও কেন্দ্রীয় লাইব্রেরির নাম পাল্টে দিলেন শিক্ষার্থীরা

বাংলাদেশ বাণী ডেস্ক॥

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কেন্দ্রীয় লাইব্রেরী ও দুটি আবাসিক হলের নাম পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছেন। মঙ্গলবার সকালে তারা নাম পরিবর্তন করে ব্যানার টানান এবং পরে উপাচার্য ও উপ-উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে তারা ৭ কার্যদিবসের মধ্যে আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তন করার আল্টিমেটাম দিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগর কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদুল ইসলাম সাহেদ জানান, শিক্ষার্থীরা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত কেন্দ্রীয় লাইব্রেরি, বঙ্গবন্ধু হল ও শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করার দাবি তুলেছিলেন। তবে এখনো তা বাস্তবায়ন হয়নি। এর পরিবর্তে, তারা কেন্দ্রীয় লাইব্রেরির নাম ‘কেন্দ্রীয় গ্রন্থাগার’, বঙ্গবন্ধু হলের নাম ‘বিজয় ২৪ হল’ এবং শেখ হাসিনা হলের নাম ‘কবি সুফিয়া কামাল’ রাখতে ব্যানার টানিয়েছেন।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী বলেন, শিক্ষার্থীরা নাম পরিবর্তন করে ব্যানার টানানোর পর বিকেল ৩টার দিকে উপাচার্য এবং তার কাছে স্মারকলিপি দেন। তিনি আরও জানান, নাম পরিবর্তন করার বিষয়টি সিন্ডিকেট সভার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। যদি উপাচার্য সিন্ডিকেট সভায় এজেন্ডা হিসেবে বিষয়টি তুলে ধরেন, তবে আলোচনার মাধ্যমে নাম পরিবর্তনের সিদ্ধান্ত হতে পারে।

আরো পড়ুন

excident

বিএম কলেজ সংলগ্ন সড়কে শিশু নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরীর ব্রজমোহন (বিএম) কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় ১০ বছরের শিশু জান্নাত নিহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *