শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

লালমোহনে ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী

লালমোহন প্রতিনিধি ।।

মঙ্গলবার ইসলামী ছাত্রশিবির লালমোহন উপজেলা শাখার উদ্যোগে ঈদপূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা উত্তর শাখার সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা উপস্থাপন করেন উপজেলা দক্ষিণ শাখার সভাপতি আল আমিন মাতাব্বর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি জসিম উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি আবদুল্লাহ আল হালিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল মালেক, উপজেলা সভাপতি হাসনাইন আল মুসা, ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি আলমগীর হোসেন সোহাগ, কামরুল ইসলাম, সাবেক জেলা অফিস সম্পাদক আজিম উদ্দিন খান।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক দুই ডজন ছাত্রনেতা। বর্তমান ছাত্রশিবিরের লালমোহনে ইউনিয়ন ও ওয়ার্ডের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন ইউনিয়ন ও বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতিগণ। অনুষ্ঠানটি সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের মিলনমেলায় পরিণত হয়। বক্তারা বিগত সরকারের সময় কাজের নানান কৌশল ও বর্তমান সময়ে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। শেষে ঢাকাস্থ লালমোহন ফোরামের নেতা আলমগীর হোসেন সোহাগ, মোর্শেদ চৌধুরী ও ব্যারিস্টার আব্দুর রহমান খোকা ছাত্রশিবিরের কাজের সমস্যা সমাধানে ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

আরো পড়ুন

বিলবোর্ড নামিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন দাঁড়িপাল্লার প্রার্থী

নিজস্ব প্রতিবেদক নির্বাচনী আচরণবিধি রক্ষায় নিজ হাতে নিজের বিলবোর্ড নামিয়ে দৃষ্টান্ত স্থাপন করছেন বরিশাল-৫ (সদর) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *