শনিবার, এপ্রিল ৫, ২০২৫

চরলক্ষীপুর ফাজিল মাদরাসার গৌরবময় ৯০ বছর পূর্তি উদযাপনে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালের মুলাদী উপজেলার চরলক্ষীপুর ফাজিল মাদরাসার গৌরবময় ৯০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। ০১ এপ্রিল সকাল ১০টায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় মাদরাসার সাবেক ছাত্র, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা মাদরাসার দীর্ঘ ইতিহাস, শিক্ষা কার্যক্রম, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এসময় বক্তব্য রাখেন এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন  ডা. কে. এম জাহিদুল ইসলাম, মাওলানা সালাউদ্দিন কাওসারসহ প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ ।

মতবিনিময় সভায় ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের ৯০ বছর পূর্তি অনুষ্ঠানকে সফল ও স্মরণীয় করে তুলতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। স্মৃতিচারণমূলক আলোচনা, প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী ও অন্যান্য কার্যক্রম এতে অন্তর্ভুক্ত থাকবে।

আরো পড়ুন

পর্যটন স্পট নয় তবুও মেঘনাপাড়ে হাজারো মানুষের ঢল

এরশাদ সোহেল, বিশেষ প্রতিবেদক।। নাড়ীর টানে ঘরমুখো মানুষের এবার ঈদের আনন্দ কেটেছে মেঘনাপাড়ের বেড়িবাঁধে। পর্যটনকেন্দ্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *