শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

তথ্য অধিকার সংক্রান্ত অংশীজনদের প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি।।

অদ্য ০৩ জুলাই ২০২৫ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা বরিশাল বিভাগের ৬টি জেলার মোট ২৫ জন অংশীজনদের
নিয়ে “তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ’’ বিডিএস কনফারেন্স হল, সদর রোড, বরিশালে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত
বক্তব্যে প’শিক্ষণের উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন বেলাদ্ধর বরিশাল বিভাগের সমন্বয়ক লিংকন বায়েন। প’শাসনকে গণমানুষের কাছে
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে মূলত তথ্য অধিকার আইন ২০০৯ প’নীত হয়েছে। দেশের তিন চতুর্থাংশ মানুষ এই আইন
সম্পর্কে জানে না। তাই এই আইনের প’চারনা ও প’শ্ক্ষিনের ব্যাপক আয়োজনের গুরুত্ব অনস্বীকার্য। স্বচ্ছতা ও জবাবদিহিতা
নিশ্চিতকরনের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করাই হল এই প্রশিক্ষনের মুল উদ্দেশ্য। তথ্য প’াপ্তি অধিকার হল মানুষের মেদ্বলিক অধিকার।
আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ে তথ্য না পেলে আইনগতভাবে আপিল ও অভিযোগের মাধ্যমে তথ্য পেতে পারে। প্রশিক্ষণ ও আরটিআই
প’ক্রিয়া সম্পর্কিত রোল-প্লেদ্ধর মাধ্যমে প’শিক্ষনার্থীরা তথ্য অধিকার আইন ও তথ্য প’াপ্তির প’ক্রিয়া সম্বন্ধে সুষ্পষ্ট ধারনা লাভ করেছেন
এবং তথ্য অধিকার আইনে যে সকল প’তিবন্ধকতা রয়েছে তা সংশোধনী আনয়নসহ অবাধ তথ্য প’বাহের সুপারিশ করেছেন।

বেলা কর্তৃক আয়োজিত প্রশিক্ষনে বরিশাল সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড, বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরাও
উপস্থিত থেকে তাদের মতামত প্রকাশ করেন। এ কর্মশালার আলোচনার মূল বিষয় ছিল, তথ্য অধিকারের আইনগত ভিত্তি, তথ্য
অধিকার আইন ২০০৯ এবং আরটিআই আবেদন প’ক্রিয়া ও ধাপসমূহ, তথ্যের অধিকার আইন ব্যবহার: বাস্তবায়ন এবং স্তরের
চ্যালেঞ্জগুলি হ্রাস করার কৌশল। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মাদ আসাদুল্লাহ আল গালিব এডভোকেট, বাংলাদেশ
‍সুপ্রীম কোর্ট ও আইনজীবী বেলাদ্ধ, জনাব মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, পরিচালক, পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয়।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *