শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

বরিশালের ভাটিখানা আকনবাড়ি লেনের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল নগরীর ৭ নম্বর ওয়ার্ডের পান্থসড়ক সংলগ্ন ভাটিখানার আকনবাড়ি লেনের রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। প্রায় ৪০টি পরিবারের বসবাস এ এলাকায়। বর্ষা মৌসুম শুরু না হতেই পানিতে ডুবে যাচ্ছে পুরো লেনটি। সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান পানি জমে চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, সরু ড্রেন প্রতিদিন দুপুরের পরপরই উপচে পড়ে, ফলে রাস্তায় হাঁটাচলা দুর্বিষহ হয়ে পড়ে। যাতায়াতের ভোগান্তি ছাড়াও অসুস্থ রোগী পরিবহন, জরুরি প্রয়োজনে রিকশা বা অ্যাম্বুলেন্স চলাচল প্রায় অসম্ভব হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা শামীমা নাসরিন মিলি বলেন, আমি একজন চাকরিজীবী হিসেবে  প্রতিদিন অফিসে যেতে হয়। একটু বৃষ্টি হলেই কাদা-পানিতে হেঁটে যেতে হয়, যা অত্যন্ত অস্বাস্থ্যকর এবং কষ্টদায়ক। এই দুর্ভোগ মেনে নেওয়া যায় না। আমাদের এই দুর্ভোগ দেখার যেন কেউ নাই, এই  জলাবদ্ধতার কারনে মশার উপদ্রব বেড়েই চলেছে।
শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের শিক্ষার্থী আয়শা আলম সানজিদা বলেন, এই এলাকায় আমরা দীর্ঘদিন ধরে বাস করছি। প্রতিবছরই বর্ষার সময় একই চিত্র দেখি। ড্রেনেজ  ব্যবস্থা না থাকায় সবাইকে দুর্ভোগ পোহাতে হয়। আমাদের মতো শিক্ষার্থীদের অনেকেই এই রাস্তায় হেঁটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যায়। বৃষ্টির দিনে তাদের চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। দ্রুত সংস্কার না হলে শিক্ষার পরিবেশেরও প্রভাব পড়বে। প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া।
এলাকাবাসী বরিশাল সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত রাস্তা ও ড্রেনের সংস্কার দাবি করেছেন। তারা জানান, দীর্ঘদিন ধরেই এই সমস্যায় ভুগছেন তারা, কিন্তু এখনো পর্যন্ত কোনো স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি।
এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশন প্রশাসক কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন এলাকায়বাসী।

আরো পড়ুন

ইনকিলাব মঞ্চের ‍মুখপাত্র ও এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক রাজধানীর মতিঝিল থানা এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *