শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বরিশালের গৌরনদীতে বিএনপির প্রতিবাদ সভা

সোলায়মান তুহিন গৌরনদী।।

‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মিথ্যা, কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে বরিশালের গৌরনদীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় গৌরনদীর আশোকাঠী এলাকার একটি তেলপাম্প সংলগ্ন রেস্টুরেন্টে উপজেলা বিএনপির ব্যানারে এই সভার আয়োজন করা হয়।

‎সভায় বক্তারা বলেন, গণতন্ত্রের অগ্রদূত তারেক রহমানকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে একশ্রেণির ক্ষমতালোভী গোষ্ঠী। তারা বারবার স্বাধীনতার ঘোষকের পরিবারের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে।”

‎বক্তারা আরও বলেন, তারেক রহমান শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি তরুণ প্রজন্মের স্বপ্ন ও সংগ্রামের প্রতীক। তার নেতৃত্বেই গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার আশায় আছে দেশের সচেতন নাগরিক সমাজ।

‎সভায় সভাপতিত্ব করেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। ‎সভা সঞ্চালনা করেন বরিশাল জেলা উত্তর যুবদলের সাবেক সভাপতি মোল্লা মাহফুজ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সদস্য মো: মনিরুজ্জামান মনির। তিনি বলেন, তারেক রহমান আজ যেখানেই থাকুন না কেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতীক হয়ে উঠেছেন। একারণেই একটি মহল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তবে জনগণ এখন অনেক সচেতন, তারা জানে কারা সত্য আর কারা ষড়যন্ত্রের জাল বুনছে।

‎বিশেষ অতিথি ছিলেন জেলা উত্তর বিএনপির সদস্য মঞ্জুর হোসেন মিলন, জেলা উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক এমএ গফুর, যুবদল নেতা মো: মাসুম হাওলাদার এবং গৌরনদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা। এছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও সভায় উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *