শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

অপরিকল্পিত উন্নয়ন যেন অর্থ নষ্টে না রূপ নেয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে: উপদেষ্টা সাখাওয়াত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, “সরকারের লক্ষ্য সার্বিক উন্নয়ন, তবে সেই উন্নয়ন যেন অপরিকল্পিত না হয় এবং রাষ্ট্রীয় অর্থ যেন অপচয় না হয়, তা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

রোববার দুপুর ১২টায় ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার চরকচ্ছপিয়া ও চরকুকরী-মুকরী এলাকায় বিআইডব্লিউটিএ’র দুটি নতুন ফ্ল্যাট পল্টন উদ্বোধন এবং লঘুচাপে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “ইউনূস সরকার ও আমরা একসঙ্গে চেষ্টা করছি দেশের প্রতিটি সেক্টরে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে। সকলকে সচেতন থাকতে হবে যেন উন্নয়নের নামে রাষ্ট্রীয় অর্থের অপব্যবহার না হয়।”

অনুষ্ঠানে স্থানীয় জনগণ চরকচ্ছপিয়া লঞ্চঘাটের ইজারা বাতিলের দাবি তুললে উপদেষ্টা সাখাওয়াত বলেন, “আমি শুধু একটি জেলা নয়, পুরো বাংলাদেশের জন্য কাজ করি। তবে এই এলাকার মানুষের দাবি বিবেচনায় নিয়ে ভোলা জেলা প্রশাসনকে জুন মাসের মধ্যেই চরকচ্ছপিয়া লঞ্চঘাটের ইজারা বাতিলের নির্দেশ দেব।”

তিনি আরও জানান, চরকচ্ছপিয়া থেকে দ্বীপ চরকুকরী-মুকরী পর্যন্ত যাতায়াতের খালে নাব্যতা সংকট থাকায় সেখানে শীঘ্রই খনন কার্যক্রম শুরু হবে।
অনুষ্ঠানে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান এবং চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথীসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হাফিজ সেনা পরিষদ এর উদ্যোগে দোয়া

মো. মাকছুদুর রহমান পাটোয়ারী।। বাংলাদেশের সফল সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *