বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

চরফ্যাশনে কৃষি ব্যাংককে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ

চরফ্যাশন প্রতিনিধি:ভোলার চরফ্যাশনের জনতা বাজারে অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংক শাখাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যাংকটির শাখা ব্যবস্থাপক তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

ব্যাংক সূত্রে জানা যায়, সম্প্রতি এক ঋণগ্রহীতা ব্যাংকে সেবা নিতে আসেন। তার সঙ্গে থাকা পাঁচটি নোট জাল হিসেবে শনাক্ত হয়। তবে এসব নোট ব্যাংকের তরফ থেকে সরবরাহ করা হয়নি বলে নিশ্চিত করেছেন ব্যাংক কর্মকর্তারা ও সেসময় উপস্থিত সেবা গ্রহীতারা। তারা জানান, গ্রাহকের কাছে জাল নোট আসার উৎস সম্পর্কে তারাও নিশ্চিত নন।

এ ঘটনাকে ঘিরে একটি স্বার্থান্বেষী মহল ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাংকের বিরুদ্ধে ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক জনতা বাজার শাখার ব্যবস্থাপক বলেন, “ঘটনাটি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। অথচ একটি কুচক্রী মহল এটিকে বিকৃতভাবে উপস্থাপন করে ব্যাংকের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত। এটি অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়।”

তিনি আরও জানান, অপপ্রচারের বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ করা হয়েছে। পাশাপাশি তিনি জনসাধারণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।

আরো পড়ুন

নৈস্বর্গিক সৌন্দর্যের পর্যটন সম্ভবনার দ্বীপ তারুয়া

নুর উল্লাহ আরিফ, চরফ্যাশন : পূর্বে প্রমত্তা মেঘনা, পশ্চিমে খরস্রোতা তেতুলিয়া, উত্তরে বুড়াগৌরাঙ্গ নদ ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *