শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

পটুয়াখালীর সোহাগ খালেদা জিয়ার বাসভবনের পথে- সাথে কালো মানিক

নিজস্ব প্রতিবেদক।।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উপহার দিতে ফ্রিজিয়ান জাতের একটি বিরল প্রজাতির ষাঁড় নিয়ে ঢাকার গুলশানের পথে রওনা হয়েছেন পটুয়াখালীর আলোচিত কৃষক সোহাগ মৃধা।

বৃহস্পতিবার (৫জুন) সকাল ১০টায় মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালি বাজার থেকে সুসজ্জিত গাড়ি বহরসহ ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।

প্রায় ৩৫ মণ ওজন, ১০ফুট দৈর্ঘ্য ও ৫ফুট ৪ ইঞ্চি উচ্চতার বিশাল আকৃতির এই ষাঁড়টির নাম ‘কালো মানিক’। কুচকুচে কালো রঙের জন্য এলাকাবাসীর কাছে এই নামেই পরিচিত হয়ে উঠেছে গরুটিকে। সকাল থেকেই ষাঁড়টিকে এক নজর দেখতে সোহাগের বাড়িতে ভিড় করেন শত শত মানুষ। পরের স্থানীয়দের অনুরোধে কালো মানিককে নিয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়া হয়।

কালো মানিককে নিয়ে ঢাকায় যাওয়ার আয়োজনে রয়েছে তিনটি সুসজ্জিত ট্রাক, ব্যান্ড পার্টি, সাউন্ড সিস্টেমসহ বর্ণাঢ্য শোভাযাত্রা। সোহাগ মৃধার সঙ্গে রয়েছেন ছেলে এবং প্রায় অর্ধশত সঙ্গী।

সোহাগ মৃধা ঢাকা পোস্টকে বলেন, ‘কালো মানিককে আমি নিজের সন্তানের মতো করে বড় করেছি। এটিকে আমি নিজেই ঢাকায় নিয়ে গিয়ে বেগম জিয়ার হাতে উপহার হিসেবে তুলে দিতে চাই। আমি শুধু চাই আমার নেত্রী যাতে আমার উপহারটি গ্রহণ করে। আর এতেই আমি খুশি। তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপহারটি গ্রহণ করবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম জানান, ‘সোহাগ আমার ভাতিজা, এই গরুটি ওর পরিবারের শেষ সম্বল। আর সেই গরুটিকেই সে আমাদের নেত্রীর জন্য উপহার  হিসেবে নিয়ে যাচ্ছেন। এটি একজন কর্মীর আবেগের বহিঃপ্রকাশ। তাকে অনেকবার বোঝানোর পরও সে কিছুতেই বুঝতে চাচ্ছে না। তাই আমদের সকলের অনুরোধ মমতাময়ী মা এবং আমাদের সবার নেত্রী খালেদা জিয়া যাতে এই উপহারটি গ্রহণ করেন।

উল্লেখ্য, ২০১৮ সালের শেষের দিকে মাত্র ১লাখ ৩৭হাজার টাকায় একটি গাভি কিনে যাত্রা শুরু করেন মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের কৃষক সোহাগ মৃধা। সপ্তাহ না যেতেই গাভিটি জন্ম দেয় একটি বাছুরের, সেই বাছুরই আজকের ‘কালো মানিক’। দীর্ঘ ছয় বছরের নিবিড় পরিচর্যায় নিজ বাড়িতেই বড় করেছেন তিনি এই দৃষ্টিনন্দন ষাঁড়টি।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *