শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

পিরোজপুরে  ফ্রি চক্ষু  শিবির 

রবিবার বাইপাস সড়ক মাছিমপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশন সংলগ্ন ভবনে দিনব্যাপী মোহাম্মদ জহিরুল হক, চেয়ারম্যান, মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বরিশালের ঐতিহ্যবাহী ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউ ও হাসপাতাল বরিশাল।

তাদের মাধ্যমে পিরোজপুরে প্রায় তিন শতাধিক সকল ধর্মের রোগীদের ফ্রি চক্ষু পরীক্ষা ও চোখের পাওয়ার নির্ণয় করা হয়। তাদের মধ্যে থেকে ৬৪ জন ছানি পড়া রোগিকে অপারেশনের জন্য প্রতিষ্ঠানের নিজ খরচে বরিশালে নেয়া হয়। সেখানে তাদের ঔষধ থাকা হাওয়া সম্পূর্ণ ফ্রি ব্যবস্থা করা হয়।

ফ্রি চক্ষু শিক্ষা শিবিরে আরো উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সদস্য ইসহাক আলী খান, সদস্য রেদওয়ানুল হক, সদস্য সদস্য মোস্তাক আহমেদ, সদস্য সাইদুল্লাহ ইরফান।

চেয়ারম্যান মোঃ জহিরুল হক বলেন আমাদের জেলার সকল জনপদের জন্য উন্মুক্ত রেখেছি তাই পিরোজপুরের বিভিন্ন উপজেলা থেকেও সকল ধর্মের লোক সেবা নিতে এখানে এসেছেন আমরা অভিভূত এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে বরিশালের ইস্পাহানি চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষকে তারা কষ্ট করে পিরোজপুর বাসিকে এ সেবা দিতে এসেছেন। আমাদের এ কার্যক্রম ইনশাআল্লাহ অভ্যহত থাকবে পিরোজপুরের প্রতিটি উপজেলায় আমাদের এ ক্যাম্প করার চিন্তা রয়েছে।

পিরোজপুর বাসি এ সেবা পেয়ে খুশি তাদের দাবি হলো এ ধরেন প্রতিষ্ঠান আরো যেন পিরোজপুরে প্রান্তিক পর্যায় অসহায় মানুষের পাশে দাড়ায়।

আরো পড়ুন

আযাদ আলাউদ্দীন : তৃণমূল সংবাদকর্মী থেকে সম্পাদক

আহমেদ বায়েজীদ : দেশের দক্ষিণাঞ্চলে মফস্বল সাংবাদিকতার আলোকিত মুখ আযাদ আলাউদ্দীন। তৃণমূল পর্যায় থেকে সাংবাদিকতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *