বুলবুল আহমেদ রাজাপুর প্রতিনিধি।।
ঝালকাঠির রাজাপুরে গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে উঠান বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার গালুয়াদুর্গাপুর এলাকার আহাদ শিকদারের বাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বক্তব্য রাখেন এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মো. নিজাম উদ্দিন, সংগঠক (দক্ষিণ) মো. আরমান হোসাইন, যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুজ্জামান তুহিন, ঝালকাঠি জেলা প্রধান সমন্বয়ক মো. মাঈনুল ইসলাম মান্না এবং রাজাপুর উপজেলা প্রধান সমন্বয়ক মো. শাহরিয়ার শাকিল প্রমুখ।
আলোচনায় নেতৃবৃন্দ বলেন, দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান প্রণয়ন জরুরি। পাশাপাশি বিচার ব্যবস্থার সংস্কার ও জনগণের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণে দল কাজ করে যাবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।