নিজস্ব প্রতিবেদক।।
বরগুনায় বেড়েই চলেছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। হঠাৎ করে ব্যাপক হারে ডেঙ্গুতে আক্রান্ত বৃদ্ধির প্রকৃত কারণ অনুসন্ধানে সরেজমিনে পরিদর্শনের কাজ শুরু করেছে আইইডিসিআরের ৬সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (১৭জুন) দিনব্যাপী বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি এবং আক্রান্ত রোগীদের বিভিন্ন এলাকায় পরিদর্শন করে তথ্য সংগ্রহ করেন তারা। এর আগে ১৫জুন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ৬সদস্যের টিম গঠন করে বরগুনায় আসার নির্দেশ দেওয়া হয়।
বরগুনায় অনুসন্ধানে আসা আইইডিসিআরের প্রতিনিধি দলের সদস্যরা হলেন- আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. রত্না দাস, এফইটিপিবি ফেলো (অ্যাডভান্সড-১০ম কোহোর্ট) ডা. মো. তারিকুল ইসলাম লিমন, এফইটিপিবি ফেলো (অ্যাডভান্সড-১১তম কোহোর্ট) ডা. মোস্তফা নাহিয়ান হাবিব, কীটতত্ত্ববিদ মো. মোজাম্মেল হক, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মো. আজিজুর রহমান এবং স্বাস্থ্য সহকারী মো. আব্দুল্লাহ আল মামুন।
গত বছরের তুলনায় ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। যা বর্তমানে সরাদেশের মোট আক্রান্তের এক চতুর্থাংশেরও বেশি। জেলায় এমন অস্বাভাবিকভাবে ডেঙ্গু আক্রান্ত রোগী বৃদ্ধির কারণ অনুসন্ধানে বরগুনায় কাজ শুরু করেছে আইইডিসিআরের ৬সদস্যের একটি প্রতিনিধি দল।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।