শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

কৃষকদল নেতা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর দোকানে তালা

নিজস্ব প্রতিনিধি॥

ভোলার চরফ্যাশনে ব্যবসায়ীর দোকান ঘর জবর দখল করে তিন দফায় ১লাখ ৭৫হাজার টাকা চাঁদা হাতিয়ে নিয়ে ফের আরও ১লাখ টাকা চাঁদারদাবীতে ব্যবসায়ীর দোকানে তালা ঝুলিয়ে দেয়ার অভিযোগ উঠেছে নুরাবাদ ইউনিয়নের কৃষকদলের সাধারন সম্পাদক নুরে আলমের বিরুদ্ধে। এতেই থেমে থাকেননি ওই কৃষকদল নেতা।

মঙ্গলবার সকালে ওই ব্যবসায়ীকে অবরুদ্ধ করে তার দাবীকৃত এক লাখ টাকা দাবী করেন। ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকার করলে তার ওপরে হামলা চালিয়ে মারধর করা হয়। পরে স্থানীয়রা জরুরী সেবা ৯৯৯নম্বরে ফোন দিলে দুলারহাট থানা পুলিশ ওই ব্যবসায়ীকে উদ্ধার করেন। পরে স্বজনরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন বলে জানাগেছে।

মঙ্গলবার সকালে দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে চর তোফাজ্জল গ্রামের নাইবের মসজিদ সংলগ্ন চৌরাস্তায় এঘটনা ঘটে। এঘটনার পর তিনি বিকালে বাদী হয়ে কৃষকদল নেতা নুরে আলম ও তার ভাই মো. কালুসহ দুইজনকে আসামী করে দুলারহাট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

বৃদ্ধ ব্যবসায়ী শাহে আলম তালুকদার জানান, কৃষকদল নেতা নুরে আলম ২০১৫সনে তার বসত বাড়ির সামনে সড়কের ঢাল দখল করেন নেন। ওই সময় স্থানীয় গন্যমান্যদের সমোঝতায় স্টাম্পে লিখিত করে তাকে ৩০হাজার টাকা দিয়ে দোকান ভিটি থেকে উচ্ছেদ করা হয়। এর পরে তিনি পরিবার পরিজন নিয়ে ঢাকায় চলেন যান। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দেশে ফিরে এসে ফের তার আরও একটি দোকান ঘর তার দাবী করেন। ওই দোকান ভিটে তার মালিকানা দাবী করে এক লক্ষ টাকা চাঁদাদাবী করে আসছিলেন। পরে তিনি নিরুপায় হয়ে উপজেলা বিএনপির এক নেতার দ্বারস্থ হলে ওই নেতার মধ্যস্থতায় তাকে প্রথম দফায় ৬০হাজার টাকা ও দ্বিতীয় দফায় ৮৫হাজার দিয়ে ফের ওই দোকান ঘরের দখল পজেশন নিয়ে তিনি আধাপাকা দোকান ঘর নির্মাণ করে ভোগ দখলে আছেন।

তিনি আরোও জানান, এতেই থেমে জাননি ওই কৃষকদল নেতা। তিন দফায় ১লাখ ৭৫হাজার টাকা নিয়েও ফের তার নিজ মালিকানা একটি দোকান ঘর কৃষকদল নেতার মালিকানা দাবী করে তালা ঝুলিয়ে দেন এবং এক লক্ষ টাকা চাঁদা দাবী করেন। এঘটনায় তিনি স্থানীয় দুলারহাট থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ জানালেও কোন সুরাহা মেলেনি।

পরে কৃষকদল নেতা নুরে আলম তার দাবীকৃত টাকার জন্য তাকে হুমকি ধামকি দিয়ে আসছিলেন। গতকাল মঙ্গলবার তিনি নিজ বাড়ি থেকে স্থানীয় দুলারহাট বাজারে যাওয়ার পথে কৃষকদল নেতা নুরে আলমসহ তার দলবলরা তার পথরোধ করে তাকে অবরুদ্ধ করে তাদের দাবীকৃত ১লক্ষটাকা দাবী করেন। তিনি টাকা দিতে অস্বীকার করলে তার ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করে অবরুদ্ধ করে রাখেন। পরে স্থানীয়রা জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে দুলারহাট থানা পুলিশ তাকে কৃষকদল নেতার বন্ধিশালা থেকে মুক্ত করেন। এঘটনায় তিনি দুলারহাট থানায় ওই কৃষকদল নেতাসহ দুইজনকে আসামী করে বিপাকে পরেছেন তিনি। কৃষক দল নেতার অব্যহত হুমকি ধামকিতে পালিয়ে বেড়াচ্ছেন তিনিসহ তার পরিবারের সদস্যরা।

অভিযুক্ত কৃষকদল সাধারন সম্পাদক নুরে আলম জানান, পূর্বে আমি তার কাছ থেকে ৬০হাজার টাকা ঘর ভিটে বিক্রি বাবদ দেয়ার কথা থাকলেও ওই টাকা আমি সঠিক ভাবে পাইনি। আমি পাওনা টাকা দাবী করছি। চাঁদাদাবী ও মারধরের বিষয় সঠিক নয়।

দুলারহাট থানা কৃষক দলের সভাপতি মো. মনির বেপারী জানান, সম্প্রতি একটি দোকান ঘরের নিয়ে বিপত্তি শুরু হলে আমি নুরে আলমকে পক্ষ থেকে ৬০হাজার টাকা আদায় করে সমোঝতা করে দিয়েছি। আরও জমি আছে ওই জমিগুলো আওয়ামী লীগের সময় নুরে আলমের কাছ থেকে চেয়ারম্যান আলমগীর হওলাদার জোর করে স্টাম্পে লিখে নিয়েছেন। সেই দোকান ভিটের টাকাই নুরে আলম দাবী করছেন।

দুলারহাট থানার ওসি আরিফ ইফতেখার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *