শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বরিশাল মহানগর জামায়াতের দুই দিনব্যাপী শিক্ষা শিবির

ইসলামী আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে জামায়াত কর্মীদের বহুমুখী যোগ্যতা অর্জন করতে হবে: ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের
এই দেশের জনগণ রক্ত দিয়ে ৫ আগস্ট একটি ঐতিহাসিক বিপ্লব সাধন করছে, বহু মানুষের জীবনের বিনিময়ে অর্জিত এই বিপ্লব কোনো অবস্থাতেই বেহাত হতে দেয়া যাবে না। একটি ফ্যাসিবাদ হটিয়ে আরেকটি ফ্যাসিবাদ কায়েম হওয়া এই দেশের জনগণ মেনে নিবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ২১ জুন শনিবার বিকেলে বরিশাল জেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত দুই দিনব্যাপী শিক্ষা শিবিরের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ইসলামী আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে জামায়াত কর্মীদের বহুমুখী যোগ্যতা অর্জন করতে হবে। বর্তমান পৃথিবীতে ইসলাম ও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত আছে, রুকনদের দাওয়াতি কাজের মাধ্যমে দেশের সকল মানুষদের ঐক্যবদ্ধ করতে হবে। আমাদের  আলেম সমাজ এই দেশের সম্মানিত অভিভাবক, তাদেরও মানুষের পরিবর্তনের কাজে উৎসাহিত করতে হবে। অনেক সাহাবীদের হুদায়বিয়ার সন্ধির শর্তের ব্যাপারে আপত্তি সত্ত্বেও আল্লাহর রাসূল সেই চুক্তিপত্রে স্বাক্ষর করে হুদাইবিয়ার সন্ধিকে কার্যকর করেছিলেন এবং সমস্ত আরব বিশ্বে দাওয়াতের বাণীকে ছড়িয়ে দেয়ার সুযোগ হিসেবে গ্রহণ করেছিলেন। নতুন প্রেক্ষাপটে আমরা সকল জায়গায় দাওয়াত পৌঁছানোর যে সুযোগ পাচ্ছি এটাকে গণিমত হিসেবে কাজে লাগাতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, বর্তমান প্রেক্ষাপটে গণভিত্তি অর্জন ও সংগঠনকে মজবুত করতে হবে। গণভিত্তি গড়ে তোলার জন্য আন্তরিকতার সাথে মানুষের সমস্যা চিহ্নিত করে তার যৌক্তিক সমাধানের চেষ্টা ও সামাজিক কাজের কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন, সংগঠনকে মজবুত করতে অবশ্যই যোগ্য কর্মী প্রয়োজন, তা না হলে সংগঠনিক মজবুতি অর্জন করা সম্ভব না।
এ ছাড়া আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাযী, ভোলা জেলার সাবেক আমির মাওলানা ফজলুল করিম, বাগেরহাট জেলার সাবেক আমির মাওলানা মশিউর রহমান খাঁন, বিশিষ্ট লেখক ও গবেষক আলী আহমদ মাবরুর প্রমুখ।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে ও  মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, মহানগরীর সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, মুহাম্মাদ আতিকুল্লাহ, তারিকুল ইসলাম, মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা জয়নাল আবেদীন, আব্দুস সাত্তার, শামীম কবির, মাওলানা শফিউল্লাহ তালুকদার, মাহফুজুর রহমান আমিন, মুহাম্মদ জাফর ইকবাল প্রমুখ নেতৃবৃন্দ।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *