কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:
প্রান্তিক কৃষকদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীর কুয়াকাটায় দুই দিনব্যাপী ভুট্টার বীজ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। ২৩ ও ২৪ জুন দুই দিনব্যাপী এ কর্মসূচি পরিচালিত হয় কলাপাড়া উপজেলার মহিপুর এলাকার আলহাজ্ব আবু হানিফ খান মাধ্যমিক বিদ্যালয় মাঠ ও কারিতাস মহিপুর অফিস প্রাঙ্গণে।
কারিতাস বরিশাল অঞ্চল প্রয়াস প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক মিস্টার ফ্রান্সিস বেপারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের মাঠ কর্মকর্তা মোঃ জামাল হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফ আলী, উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)-এর নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান, আলিপুর আলহাজ্ব আবু হানিফ খান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান সোহেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষক প্রতিনিধিরা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের চ্যালেঞ্জ মোকাবিলায় স্বল্প খরচে অধিক ফলনশীল ফসল উৎপাদনের জন্য ভুট্টা চাষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ উদ্যোগ প্রান্তিক কৃষকদের উৎপাদনশীলতা ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।