শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বোরহানউদ্দিনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

এম.জামাল বোরহানউদ্দিন প্রতিনিধি।।

স্বেচ্ছাসেবক জনতা গড়ে তুলো একতা এই প্রতিপাদ্যে পালিত হলো বোরহানউদ্দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী।

দলটির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন ও পৌর নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা কার্যালয়ে সমবেত হয়।

পরে আনুষ্ঠানিক ভাবে বর্নাঢ্য র‍্যালী বেড় হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন শিকদার এর সভাপতিত্বে সদস্য সচিব আতিফ আসলাম রুবেল এর সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার আলম খান, সদস্য সচিব কাজী মোঃ আজম পৌর যুবদলের সদস্য সচিব আবু জাফর মূর্ধা, পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ নোমান, সাধারণ সম্পাদক সিপন হাওলাদার, উপজেলা ছাত্রদলের সভাপতি দানেশ চৌধুরী, সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার সহ উপজেলা ও ইউনিয়ন সেচ্ছাসেবক দলের নেতা কর্মী গন।

এসময় বক্তারা বলেন ১৬বছর ধরে আমরা আওয়ামীলীগ এর অত্যাচারে প্রকাশ্যে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারিনি। আমরা ভোলা-২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি। বক্তারা স্বেচ্ছাসেবক দলকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করে গড়ে তোলার জন্য সকল স্তরের নেতাকর্মীকে আন্তরিকতার সাথে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *