অশোক সেন,গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :
গোপালগঞ্জে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধপাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ২৬ জুন সকাল ৯ টা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ সচ্ছতায় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলার সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোঃ ফারুক। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ।
বিশেষ অতিথি ছিলেন জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম তারেক সুলতান। বাংলাদেশ ইয়ূথ ফাস্ট কনসার্ন্স সদর গোপালগঞ্জের সন্মনায়াক নয়ন দাস উপস্থিত ছিলেন। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধপাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত উৎসববন্ধনের ব্যানারে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন মাদকে না বলতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চা করে মানুষের মত মানুষ হতে হবে। তোমরাই হবে আগামিদিনের জাতির ভবিষৎ। পরে চিত্রা অংকন ও কবিতা আবৃত্তিতে বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।