নিজস্ব প্রতিবেদক।।
পিরোজপুরের ইন্দুরকানীতে এইচএসসি পরীক্ষার হল থেকে উত্তরপত্র নিয়ে ফারদিন খলিফা (১৮) নামে এক পরীক্ষার্থীর পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১জুলাই) উপজেলার এফ করিম আলিম মাদ্রসায় ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। পরে ওই পরীক্ষার্থী বহিষ্কার এবং দায়িত্বরত দুই কক্ষ পরিদর্শককে অব্যাহতি দিয়েছে পরীক্ষা কমিটি।
সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রের কেন্দ্র সচিব সঞ্জীব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
কক্ষ পরিদর্শক চঞ্চল কুমার হালদার বলেন, আজকে ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা শেষে উপজেলার এফ করিম আলিম মাদ্রসার ৫নম্বর কক্ষের ফারদিন খলিফা নামে এক পরীক্ষার্থী উত্তরপত্র জমা না দিয়ে আমাদের অগোচরে নিজের সঙ্গে নিয়ে পালিয়ে যায়। পরে ১০কিলোমিটার দূরে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা গ্রামের ওই পরীক্ষার্থীর বাড়ি থেকে উত্তরপত্রটি উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ বলেন, পরীক্ষা শেষে এক পরীক্ষার্থী উত্তরপত্র জমা না দিয়ে পালিয়ে গেছে—এমন অভিযোগ পাওয়ার পর বিষয়টি বোর্ড চেয়ারম্যানকে জানানো হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই পরীক্ষার্থীর ফাইল থেকে উত্তরপত্রটি উদ্ধার করে। বোর্ডের নির্দেশে পরীক্ষার্থীকে বহিষ্কার এবং ওই কক্ষে দায়িত্বপ্রাপ্ত দুইজন কক্ষ পরিদর্শককে পরবর্তী পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।