নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের দক্ষিণ কালিহাতা গ্রামে এক বৃদ্ধাকে জমিসংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ প্রতিপক্ষ যুবলীগ নেতার বিরুদ্ধে।
বুধবার (২৭আগস্ট) দুপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে মোসাম্মৎ কোহিনুর বেগম (৭৫) প্রতিপক্ষ যুবলীগ নেতা গিয়াস মৃধা (৪২) তার পুত্র ইমন (২০) স্ত্রী জেসমিন (৩৭) ও কন্যা লামিয়া (১৮) হামলা চালায়। এতে বৃদ্ধা গুরুতর আহত হলে স্বজনরা উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।
এ বিষয়ে প্রতিপক্ষের কাউকে পাওয়া যায়নি এবং সাক্ষাৎকার নেয়া সম্ভব হয়নি। স্বজনরা বলছেন মামলার প্রস্তুতি চলছে, এ ঘটনায় উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম জানান, আমি কোনো অভিযোগ পাইনি। অভিযোগ করলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।