শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

স্বামীকে বেঁধে গৃহবধূ ধর্ষণ ভোলায় ছাত্রদল ও শ্রমিকদলের ৩ নেতা বহিষ্কার

বিশেষ প্রতিবেদক।।

ভোলার তজুমদ্দিনে চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে রেখে সংঘবদ্ধ গৃহবধূ ধর্ষণের ঘটনায় শ্রমিকদল নেতা সহ তজুমদ্দিন কলেজ ছাত্রদলের দুই নেতাকে বহিস্কারাদেশের চিঠি প্রদান করা হয়।পৃথক দুই চিঠিতে আইনি পদক্ষেপ ও দলীয় শৃঙ্খলা ভঙের কথা উল্লেখ করে বহিস্কার প্রদান করেন বিএনপি’র অঙ্গসংগঠন ছাত্রদল এবং শ্রমিকদল।

১জুলাই সোমবার রাত নয়টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর দপ্তর সম্পাদক মো:জাহাঙ্গীর আলমের বরাত দিয়ে এক বহিস্কারাদেশ কেন্দ্রীয় ছাত্রদলের ফেসবুক পেইজে প্রকাশ করা হয়। ওই বহিস্কারাদেশের চিঠিটি বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন ভোলা জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মো:আল আমিন হাওলাদার। এই ঘটনার পরপরই তজুমদ্দিনের অভিযুক্ত ছাত্রদল নেতাদের বিষয়ে তদন্ত করার জন্য কেন্দ্রীয় ছাত্রদল থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়। আমরা আরো যাচাই-বাছাই করে দেখবো।
এদিকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো:ফরিদ উদ্দিনকে নৈতিক স্খলনজনিত ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বহিস্কার করেছেন উপজেলা শ্রমিকদল। তজুমদ্দিন উপজেলা বিএনপি’র আহবায়ক এবং সদস্য সচিবের উপস্থিতিতে এ বহিস্কারাদেশ পাঠ করে শোনানো হয়। এ ঘটনায় ধর্ষকের বিচারের দাবীতে ১জুলাই বিকেলে মানবন্ধন করেছে তজুমদ্দিন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।

এর আগে গত ৩০ জুন তজুমদ্দিনের কামারপট্টি এলাকায় চাঁদা না পেয়ে স্বামী রুবেলকে বেঁধে রেখে মারধর করে তার বড় স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত তজুমদ্দিন সরকারী কলেজ ছাত্রদল আহবায়ক রাসেল এবং যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন সজীব সহ শ্রমিক দল যুগ্ম সাধারণ সম্পাদক মো:ফরিদ উদ্দিন ও যুবদল নেতা আলাউদ্দিন এর জড়িত থাকার বিষয়ে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন ভুক্তভোগী নারী। পরে নানা নাটকীয়তার পর থানায় মামলা নেয় পুলিশ। এ ঘটনায় ধর্ষণের সহায়তায় রুবেলের ছোট স্ত্রী ঝর্ণা বেগমকে আটক করলেও বাকি আসামীদেরকে এখনো আটক করতে পারেনি পুলিশ।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *