শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

মুলাদীতে ১হাজার শিক্ষার্থীদের মাঝে ৪হাজার চারা বিতরণ

ভূঁইয়া কামাল, মুলাদী

বরিশালের মুলাদীতে গতকাল বৃহস্পতিবার ৩ জুলাই সকাল ১০টায় উপজেলার কৃষি সম্পাসরণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গণে বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে আম, জাম, বেল ও কাঁঠাল গাছের ৪টি করে মোট চারহাজার চারা বিতরণ করা হয়েছে।
২০২৪-২০২৫ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নিজাম উদ্দিন। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোঃ মনিরুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছ রোপণের কোনো বিকল্প নেই। গাছ আমাদের প্রাকৃতিক বন্ধু, যা শুধু অক্সিজেনই সরবরাহ করে না, বরং বায়ু দূষণ রোধ, ভ‚মিক্ষয় প্রতিরোধ, তাপমাত্রা নিয়ন্ত্রণ ও জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে। আজকের পৃথিবী জলবায়ু পরিবর্তন, বন্যা, খরা ও দূষণের মতো নানা সংকটে জর্জরিত। এই সংকট থেকে উত্তরণের অন্যতম কার্যকর উপায় হলো বৃক্ষরোপণ। আমরা সবাই মিলে বৃক্ষরোপণ করি।

অনুষ্ঠানের সভাপতি কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, আমরা বিশ্বাস করি, একটি গাছ লাগানো মানে শুধু একটি চারা রোপণ নয় এটি একদিন একটি সবুজ ভবিষ্যতে পরিণত হবে। আমরা সকলে মিলে গাছ লাগাই, গাছ বাঁচাই এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর পৃথিবী গড়ে তুলি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মো. নাজিম উদ্দিন, কৃষি সমপ্রসারণ অফিসার মো. হারুন-অর-রশিদ, মুলাদী আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ আবদুল্লাহ মো. আহাদ, মুলাদী পৌরভার ছাত্রদলের আহবায়ক সোহানুর রহমান সোহন হাওলাদার, সহকারী কৃষি স¤প্রসারণ অফিসার ও বিভিন্ন বøকে দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *