শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
khaleda zia

খালেদা জিয়ার সাজা স্থগিত

অনলাইন ডেস্ক।।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত এবং তার লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে করা আবেদন) মঞ্জুর করেছে আপিল বিভাগ। সোমবার, আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ, যার নেতৃত্বে ছিলেন জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম, এ আদেশ দেন।

এর আগে, খালেদা জিয়া রায়ের বিরুদ্ধে পৃথক লিভ টু আপিল করেন, যা শুনানি শেষে আপিল বিভাগ ১০ নভেম্বর তারিখে শুনানির জন্য নির্ধারণ করেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি, বিশেষ জজ আদালত-৫ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেছিল। এরপর, একই বছর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া, যার পর ২০১৮ সালের ৩০ অক্টোবর হাইকোর্ট রায় দিয়ে তার সাজা বাড়িয়ে ১০ বছর করেছে। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পর ২০১৯ সালে খালেদা জিয়া আপিল বিভাগে দুটি পৃথক লিভ টু আপিল করেন।

৩ নভেম্বর, এসব লিভ টু আপিল শুনানির জন্য আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে, এবং ১০ নভেম্বর এর ওপর শুনানি অনুষ্ঠিত হয়।

এই শুনানিতে খালেদা জিয়ার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন এবং আইনজীবী কায়সার কামাল, রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী আসিফ হাসান উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

আযাদ আলাউদ্দীন : তৃণমূল সংবাদকর্মী থেকে সম্পাদক

আহমেদ বায়েজীদ : দেশের দক্ষিণাঞ্চলে মফস্বল সাংবাদিকতার আলোকিত মুখ আযাদ আলাউদ্দীন। তৃণমূল পর্যায় থেকে সাংবাদিকতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *