আজিম উদ্দিন খান, লালমোহন (ভোলা)
ভোলার লালমোহন – তজুমদ্দিন উন্নয়ন ফোরামের উদ্যোগে বেহাল রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। ধলিগৌরনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড দক্ষিণ চতলার তেগাছিয়া গ্রামের রাস্তাটি দীর্ঘদিন চলাচলের অনুপযোগী হয়ে আছে। রাস্তাটি দিয়ে শতশত পথচারী প্রতিদিন চলাচল করে। কিন্তু বর্ষায় একেবারে বেহাল অবস্থা হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল মাদরাসার শিক্ষার্থী, অসুস্থ রোগী ও পথচারীরাও চলাচলে ব্যাঘাত ঘটছে। ফলে লালমোহন উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আব্দুর রহমান খোকার অর্থায়নে গতকাল জুমাবার সকালে রাস্তাটির সংস্কার কাজের উদ্বোধন করা হয়।
সংস্থার স্থানীয় প্রধান সমন্বয়ক সিদ্দিকুর রহমান শান্তর ব্যবস্থাপনায় সংস্কার কাজ উদ্বোধনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ইউনিয়ন সেক্রেটারি কাজি মফিজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি মাওলানা ওমর ফারুক, সেক্রেটারি ইলিয়াস মাষ্টার, ৪নং ওয়ার্ড সেক্রেটারি মাওলানা মোস্তাফিজুর রহমান, করিমুন্নেছা মহিলা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মোঃ ইব্রাহীম, হাফেজ নাজিমুদ্দিন, চৌধুরী শাহ আলমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
ঐ এলাকার বাসিন্দা চৌধুরী শাহ আলম বলেন, এই মুহূর্তে রাস্তাটি সংস্কার হওয়ায় এলাকার মানুষের খুবই উপকার হয়েছে। সমন্বয়ক শান্ত বলেন,ব্যারিস্টার আব্দুর রহমান খোকা লন্ডনে বার এট ল সম্পন্ন করেছেন। চতলার কৃতি সন্তান তার এলাকার সামাজিক বিভিন্ন কাজে সহায়তা, দুস্থ ও অসহায় মানুষকে আর্থিক সহযোগিতা, ঈদ ও বিভিন্ন দুর্যোগে পাশে থাকা, পা-হারা রোগীদের কৃত্রিম পায়ের ব্যাবস্থা করার কাজ গুলো করে আসছেন। তিনি যাতে আরো বেশি সামাজিক কাজে অগ্রনি ভূমিকা পালন করতে পারে তাঁর জন্য এলাকার মানুষের দোয়া কামনা করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।