শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র মিলন মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী

রিয়াজ ফরাজি বোরহানউদ্দিন প্রতিনিধি।।

বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র, পৌর বিএনপির সভাপতি এবং বরিশাল পোস্ট-এর প্রধান উপদেষ্টা সাইদুর রহমান মিলন মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী আজ, ৪ জুলাই ২০২৫। ২০২৪ সালের এই দিনে চিকিৎসার উদ্দেশ্যে বরিশাল যাওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বরিশাল ও ভোলার রাজনীতিতে তিনি ছিলেন একজন সম্মানিত ও জনপ্রিয় নেতা।

২০০২ সালের উপ-নির্বাচনে বোরহানউদ্দিন পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন মিলন মিয়া। ২০০৩ সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে টানা নয় বছর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে পৌরসভার সড়ক, ড্রেনেজ, স্বাস্থ্য ও শিক্ষা খাতে আসে দৃশ্যমান উন্নয়ন।

তিনি ছিলেন একজন সহজপ্রাপ্য ও মানবিক নেতা। সর্বসাধারণের জন্য তার দরজা সবসময় খোলা থাকত। সাধারণ মানুষ যেকোনো সমস্যার কথা নিয়ে তার কাছে এলে তিনি আন্তরিকভাবে সহযোগিতা করতেন।

২০১১ সালে তিনি বিএনপির প্রার্থী হিসেবে মেয়র নির্বাচনে অংশগ্রহণ করেন। কিন্তু ভোটকেন্দ্র দখল ও জালিয়াতির ঘটনার প্রতিবাদে তিনি সাহসিকতার সঙ্গে নির্বাচন বর্জন করেন। তার এই অবস্থান এখনও গণতন্ত্র ও ভোটাধিকারের সপক্ষে একটি দৃষ্টান্ত হিসেবে আলোচিত হয়।

রাজনৈতিকভাবে তিনি ছিলেন বোরহানউদ্দিন বিএনপির সংগঠক ও শক্তিশালী নেতৃত্বের প্রতীক। যুবদলের সাধারণ সম্পাদক থেকে শুরু করে পৌর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহচর ও বিশ্বস্ত কর্মী ছিলেন তিনি। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথেও যুক্ত ছিলেন। তিনি বরিশালের জনপ্রিয় মাল্টিমিডিয়া সংবাদমাধ্যম বরিশাল পোস্ট এর প্রতিষ্ঠাকালীন সময় থেকে প্রধান উপদেষ্টা ছিলেন।

২০২৪ সালের ৪ জুলাই, ভোলা থেকে বরিশাল যাওয়ার পথে তার মৃত্যু হয়। তার এই অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে আসে পুরো বোরহানউদ্দিনে। সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা, পরিবার এবং সাধারণ মানুষ তাকে আজও গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করে। শহরের অলিগলি, আড্ডার মোড় কিংবা চায়ের দোকানেও আজও শোনা যায় তার জন্য মানুষের আন্তরিক অনুভব।

মিলন মিয়ার মৃত্যুর পর তার স্মৃতিকে ধারণ করতে এবং তার আদর্শকে সামনে রেখে গঠিত হয় “সাইদুর রহমান মিলন মিয়া স্মৃতি পরিষদ”। এই সংগঠনটি বোরহানউদ্দিন ও আশপাশের এলাকায় সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। বর্তমানে পরিষদটির দায়িত্বে রয়েছেন তার বড় ছেলে মেহেদী হাসান সাগর এবং ছোট ছেলে মোস্তাফিজুর রহমান শাওন। তারা জানিয়েছেন, এই সংগঠনের মাধ্যমে তারা তাদের বাবার নীতি অনুসরণ করে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যেতে চান।

প্রয়াত মেয়র সাইদুর রহমান মিলন মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহৎ পরিসরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে বোরহানউদ্দিন পৌর এলাকার ঈদগাহ ময়দানসংলগ্ন মসজিদে, আসরের নামাজের পর।

এছাড়াও পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৫টি মসজিদসহ বোরহানউদ্দিন ও দৌলতখানের বিভিন্ন এলাকায় মিলাদ ও দোয়ার আয়োজন করেছেন বিএনপি এবং তার অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও অনুসারীরা

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *