শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

লন্ডনে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সাহায্যার্থ বিশেষ সভা

সালেহ আহমদ (স’লিপক)
বৃটেনের লন্ডনে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সাহায্যার্থ বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে চলমান যে তিনটি হার্ট ফাউন্ডেশন হাসপাতাল কার্যক্রম চালিয়ে যাচ্ছে তার অন্যতম একটি হচ্ছে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল। সম্প্রতি সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে দু’টি হার্ট রিলেটেড মেশিন ক্রয়ের উদ্যোগ নেয়া হয়েছে এবং ফ্রেন্ডস অব হার্ট ফাউন্ডেশন যুক্তরাজ্য কমিটির মাধ্যমে প্রবাসীদের সহযোগিতা কামনা করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) লন্ডনের ব্যাকসলী মহারাজা রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি বিশিষ্ট সমাজসেবী চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সমাদ চৌধুরী জেপির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিক্ষাবিদ মনসুর আহমদ খানের সঞ্চালনায় বিশেষ মতবিনিময় সভায় বৃটেনের বিভিন্ন শহর থেকে অতিথিরা অংশগ্রহণ করেন।
সভার শুরুতেই মহাগ্রন্থ পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের রিলিজিয়াস সেক্রেটারি শেখ ফারুক আহমদ। স্বাগত বক্তব্যে আহমেদ উস সমাদ চৌধুরী হাসপাতালের কার্যক্রম ও বিগত দিনে সকলের সহযোগিতা ও অবদানের কথা উল্লেখ করে হার্টের রোগীদের বিশেষ কাজে ব্যবহার হওয়ার দু’টি মেশিন কিনতে সকলের আর্থিক সহযোগিতা কামনা করেন।
সংগঠনের সহ-সভাপতি ও সেন্ট্রাল কমিটির সদস্য মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামাল, কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস আই আজাদ আলী ও বিশিষ্ট চিকিৎসক ডঃ আলাউদ্দিন তাদের বক্তব্যে বাংলাদেশে হার্টের রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সিলেট শহরে অবস্থিত হার্ট ফাউন্ডেশন প্রতিদিন বহু মানুষের চিকিৎসা সেবা দিয়ে আসছে উল্লেখ করে বলেন, কিছু মেশিন না থাকায় জটিল রোগীদের ঢাকায় প্রেরণ করতে হয়। সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষ দু’টি গুরুত্বপূর্ণ মেশিন ক্রয় করার পরিকল্পনা হাতে নেয়ার কথাও তাদের বক্তব্যে উল্লেখ করেন।
এছাড়াও সংগঠনের উপদেষ্টা এম শামসুদ্দিন, এম এ মুনিম ওবিই, সমাজসেবী শিক্ষানুরাগী খছরু খান, আব্দুল মুকিত চৌধুরী, আলহাজ্ব এনামুর রহমান, জাকির চৌধুরী, সাইফুল ইসলাম, নাসির আহমেদ, আব্দুল নূর, শেরওয়ান কামালি, কামাল আহমেদ, ইউনুস আলী, টিপু চৌধুরী, শাহ মোস্তাকিম, এমএ সাত্তার নূর, আশিক চৌধুরী, মোঃ আব্দাল মিয়া, আব্দুল মুনিম জাহেদী ক্যারল, গোলাম রব্বানী আহাদ রুহি, ডাক্তার সাঈদ মাসুক আহমদ, মোহাম্মদ অহিদ উদ্দিন, রেজাউল করিম মৃধা, মতিউর রহমান খোকন, মুহি আহাদ, রফিকুল হায়দার, চ্যানেল এস এর হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ খান, কামরুজ্জামান ইসহাক জিতু, আব্দুল মোহিত চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ তাদের বক্তব্যে রোগীদের জরুরি ভিত্তিতে এ দু’টি মেশিন ক্রয়ে আর্থিক সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তারা এ মহৎ উদ্যোগকে সফল করার জন্য নিজেরা আসার আশাবাদ ব্যক্ত করেন এবং ছেলে-মেয়ে ও আত্মীয় স্বজনকে সম্পৃক্ত করার কথা উল্লেখ করেন।
বিশেষ এ সভায় তাৎক্ষণিকভাবে অনেকেই পার্মানেন্ট ডোনার মেম্বার এবং সংগঠনের সদস্যপদ গ্রহণ করেন এবং প্রায় ৩০ হাজার পাউন্ড অনুদানের প্রতিশ্রুতি দেন অনেকই। সভায় বৃটেনের বিভিন্ন শহরে এ ধরনের সভা আয়োজনের প্রস্তাব গৃহীত হয়।
মতবিনিময় সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা এবং যারা সদস্যপদ গ্রহণ এবং স্থায়ী ডোনার হয়েছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বক্তব্য রাখেন সংগঠনের প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি ও অনুপম নিউজ টোয়েন্টিফোর সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী। পরে নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *