শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
Oplus_16777216

কলাপাড়ায় আহত সাপের এক্স-রে করে নজির গড়ল প্রাণী প্রেমীরা

কুয়াকাটা পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় আহত একটি কাল সাগিনী সাপের উন্নত চিকিৎসার লক্ষ্যে এক্স-রে করা হয়েছে যা এ অঞ্চলে প্রথম কোনো বন্যপ্রাণীর ক্ষেত্রে এমন উদ্যোগ হিসেবে নজির স্থাপন করেছে।
গতকাল (মঙ্গলবার) রাত ১০টার দিকে কলাপাড়া পৌর শহরের একটি বেসরকারি ক্লিনিকে সাপটির এক্স-রে করানো হয় এনিমেল লাভারস অফ পটুয়াখালী সংগঠনের উদ্যোগে। ভেটেরিনারি সার্জনের পরামর্শ অনুযায়ী করা ওই এক্স-রেতে সাপটির শরীরের মাঝ বরাবর হাড়ে ফাটল দেখা যায়।
এর আগে সকালে পটুয়াখালীর পার্শ্ববর্তী বরগুনার আমতলী উপজেলার পূজাখোলা এলাকার দফাদার বাড়ি সংলগ্ন স্থান থেকে সাপটিকে উদ্ধার করে প্রাণীপ্রেমী এই সংগঠন। স্থানীয় গ্রামবাসীরা লাঠি দিয়ে পেটানোর সময় সাপটিকে গুরুতর আহত অবস্থায় রক্ষা করা হয়।
প্রাপ্তবয়স্ক কাল সাগিনী প্রজাতির এই মৃদু বিষধর সাপটির দৈর্ঘ্য প্রায় তিন ফুট। সবুজ, লাল ও কালো রঙের ডোরাকাটা সাপটি সাধারণত কৃষিজমি ও বনাঞ্চলে দেখা যায়।
এনিমেল লাভারস অফ পটুয়াখালী’র কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান বলেন, “কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক স্যারের সহায়তায় সাপটির এক্স-রে করানো সম্ভব হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার একজন বিশেষজ্ঞ ভেটেরিনারি সার্জনের কাছে পাঠানো হবে উন্নত চিকিৎসার জন্য।”
সাপের মতো অবহেলিত বন্যপ্রাণীর চিকিৎসায় এমন মানবিক উদ্যোগ দেখে সচেতন মহল প্রশংসা জানিয়েছেন। তাদের মতে, প্রাণিকল্যাণে এমন সচেতনতা ও দায়িত্ববোধ সমাজে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।
Oplus_16777216

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *