এম.জামাল,বোরহানউদ্দিন প্রতিনিধি: জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে “পরিবর্তিত, কল্যাণময়, নতুন বাংলাদেশ” গঠনের দীপ্ত প্রত্যয়ে বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ২টায় বোরহানউদ্দিন উপজেলা মডেল মসজিদের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা ইসমাইল গাজী, সেক্রেটারি মাওলানা হোসাইন মাহমুদ, শিক্ষক ফোরাম বোরহানউদ্দিনের সভাপতি মাওলানা এ কে এম ইদ্রিস, জাতীয় ওলামা-মাশায়েখ-আইম্মা পরিষদের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম সুলতানি এবং ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ মামুন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ২০২৪ সালের জুলাই যুদ্ধে শহিদদের স্মরণ করি ও আহাদের মুক্তি কামনা করি। তারা বলেন, “জুলাই ঘোষণাপত্র যদি ইসলামী আন্দোলন ছাড়া অন্যভাবে প্রণয়ন করা হয়, তাহলে তা আমরা মানবো না।” বক্তারা আরও দাবি করেন, জুলাই আন্দোলনে ইসলামী আন্দোলনের ভূমিকা ছিল অগ্রগামী ও ঐতিহাসিক।
সম্পাদনা: আব্দুল্লাহ মামুন
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।